ঢাকা : বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের মিল্কভিটা ২০০৯-১০ অর্থবছরে রেকর্ড পরিমাণ প্রায় ১৬ কোটি টাকা মুনাফা করেছে। ১৯৭৩ সালে মিল্কভিটা প্রতিষ্ঠার পর এটিই তাদের মুনাফার সর্বোচ্চ রেকর্ড।
শনিবার তেজগাঁয় মিল্কভিটার প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক নাসিম আহমেদ জানান, দক্ষ ব্যবস্থাপনার কারণেই ২০০৯-১০ অর্থ বছরে তারা ১৫ কোটি ৮১ লাখ টাকা মুনাফা অর্জন করেছেন। এর আগের বছরে প্রতিষ্ঠানটি লাভ করেছিল মাত্র ৬ কোটি ৯০ লাখ টাকা।
নাসিম আহমেদ সাংবাদিকদের জানান, ২০০৯ সালে দয়িত্ব নেওয়ার সময় মিল্কভিটার দৈনিক দুধ উৎপাদন ছিল দেড় লাখ লিটার। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১০ হাজার লিটার।
আগামী রমজানে দৈনিক সাড়ে তিন লাখ লিটার দুধের দাহিদাও পূরণ করতে সক্ষম হবেন বলেও তিনি জানান।
মিল্কভিটার সহ-মহাব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, মিল্কভিটার দুধ বর্তমানে দুই মাস সংরক্ষণ করা যায়। অচিরেই তা ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এজন্য তারা বিদেশ থেকে যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ আনছেন।
বিগত জোট সরকারের আমলে কেনা যন্ত্রপাতিগুলোর কাজ না করা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। ’
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০