ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে বিপুল পরিমাণ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ মহিলা আটক

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
বেনাপোলে বিপুল পরিমাণ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ মহিলা আটক

বেনাপোল: বেনাপোলের বড়আঁচড়া রপ্তানি টার্মিনালের সামনে থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ মঞ্জুয়ারা বেগম (৪০) নামের এক পাচারকারীকে বৃহস্পতিবার সকালে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি-২২ বেনাপোল চেকপোস্ট ক্যাম্প ইনচার্জ সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ সোনা ও পাউন্ড ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১১টার সময় স্থানীয় বড়আঁচড়া রপ্তানি টার্মিনালের সামনে সতর্ক নজর রাখে বিজিবির।

এ সময় বেনাপোল বাজার থেকে চেকপোস্টগামী একটি ব্যাটারিচালিত ইজি বাইকে তল্লাশি চালিয়ে মঞ্জুয়ারা বেগমের দেহ দেহ তল্লাশি করে ৩ কেজি স্বর্ণ ও একটি বড় কালো প্যাকেটে থাকা বিপুল পরিমাণ পাউন্ড উদ্ধার করা হয়।

খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ক্যাম্পে উপস্থিত হলে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ ছাড়া বিজিবি তাদের কোনও তথ্য জানাতে অস্বীকার করে।

পরে আটক মহিলা পাচারকারীকে সোনা ও পাউন্ডসহ বিশেষ ব্যবস্থায় যশোরে বিজিবি-২২ হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়।

আটক মঞ্জুয়ারা বেগম বেনাপোলের সীমান্তবর্তী দৌলতপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।

হুন্ডি ও সোনা পাচারকারীচক্র তাকে দিয়ে এসব সোনা ও বৈদেশিক মুদ্রা সীমান্তের ওপারে পাঠাচ্ছিল বলে বিজিবি সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।