ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০
সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ালে কঠোর ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

গোপালগঞ্জ: বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেছেন, রমজানে সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ মুহূর্তে দেশে কোনো সিন্ডিকেট নেই বলে দাবি করেন তিনি।



মন্ত্রী বলেন, ‘মহাজোট সরকারের গত ১৮ মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। ২/১ টি পণ্যের দাম বেড়েছে। তবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা এ সব পণ্যের মূল্য কমিয়ে আনবো। ’

শনিবার দুপুরে কাশিয়ানী উপজেলা কৃষকলীগ আয়োজিত বৃ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘রমজানকে সামনে রেখে ছোলা, খেজুর, ভোজ্যতেল, ডাল প্রচুর আমদানি করে মজুদ গড়ে তোলা হয়েছে। সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে টিসিবির ১ হাজার ৮শ’ ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে তা বিক্রি করা হবে। ’

তিনি আরো বলেন, ‘তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে ইউনিয়ন নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেওয়া হবে। ’

কাশিয়ানী কৃষকলীগের সভাপতি ওবায়দুর রহমান আবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহাম্মদ আলী খান আবু মিয়া, কৃষকলীগ নেতা শরীফ আশরাফ আলী, শেখ হুমায়ূন কবীর, মোক্তার হোসেন, এস এম মহসীন আলী সোনা মিয়া, জমসের আলী বিপু, বি এম হারুন অর রশিদ পিনু প্রমুখ।

এর আগে মন্ত্রী কাশিয়ানী উপজেলা অডিটোরিয়ামে মেধাবী শিার্থীদের মধ্যে উদ্দীপনা পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।