ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিএসই ডিমিউচুয়ালাইজেশনের সিদ্ধান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১
ডিএসই ডিমিউচুয়ালাইজেশনের সিদ্ধান্ত

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভি বলেছেন, ডিএসই ডিমিউচুয়ালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দিন ধরেই এটি নিয়ে আলোচনা চল ছিলো।

এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শাকিল রিজভি বলেন, গত ২ ফেব্রুয়ারি ডিএসই-এর এক বোর্ড সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগে পুঁজিবাজারের দৈনিক লেনদেন ছিলো মাত্র ২০ কোটি টাকা। কয়েক বছরের ব্যবধানে বাজার অনেক সম্প্রসারিত হয়েছে। তাই লেনদেনও বেড়েছে।

রিজভি বলেন, বর্তমানে ডিএসই সেমি ডিমিউচুয়ালাইজেশনে রয়েছে। ডিএসই-এর ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। তবে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ডিমিউচুয়ালাইজেশন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, ডিমিউচুয়ালাইজেশনের জন্য আমরা এসইসিতে চিঠি দিয়েছি। ইতোমধ্যেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। এটি কার্যকরের জন্য এখন পুরোদমে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা,  ফেব্রুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।