ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিচালকের দায়িত্ব জনস্বার্থ রক্ষা: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১
রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিচালকের দায়িত্ব জনস্বার্থ রক্ষা: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালকরা রাজনীতি সচেতন। জনস্বার্থ ও আমানত রক্ষা তাদের দায়িত্ব।

একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করাও তাদের দায়িত্ব। ’
 
শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রাষ্ট্রায়ত্ত জনতা, রূপালী ও বেসিক ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, অর্থ সচিব ও অর্থমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে ব্যাংকগুলোর পারফরমেন্স ও তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এর আগে গত ২৭ জানুয়ারি সোনালী ও অগ্রণী ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবারও হয়েছে। ’

তিনি বলেন, ‘তবে মাঝে মাঝে ব্যাংকগুলোর কর্মকাণ্ড নিয়ে কিছু অভিযোগ শুনি, সেগুলো আর শুনতে চাই না। ’
 
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নিয়ে জাতীয় এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের সংবাদ অপরিপক্ক ও অজ্ঞানতা সুলভ। ’

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আর সব সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ কীভাবে গঠিত হয়েছে সে প্রশ্নও তোলেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।