ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রি-রোলিং মিল মালিকদের সমস্যা সমাধানে কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

ঢাকা: রি-রোলিং মিল মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সুপারিশসহ প্রতিবেদন তৈরি করতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাণিজ্যক) আব্দুল কুদ্দুসকে প্রধান করে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি আগামী ১ মাসের মধ্যে রি-রোলিং মালিকদের বিভিন্ন দাবি দাওয়া পর্যালোচনা করে একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে।


 
রোববার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ অটো রি-রোলিং অ্যান্ড স্টিল মিলস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এ কমিটি করে দেন।

প্রতিনিধি দলের দাবি অনুযায়ী চট্টগ্রাম ও মংলা বন্দরে ট্রেইলারসহ কন্টেইনার মাপার স্কেল স্থাপনেরও আশ্বাস দেন নৌ মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।