ঢাকা: পনের শতাংশের পরিবর্তে প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট আদায়ের দাবি জানিয়েছে বাংলাদেশ ড্রেস মেকার্স অ্যাসোসিয়েশন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, দোকান মালিক সমিতির সদস্য হওয়া সত্ত্বেও ২০০৪ সাল থেকে এসআরও জারির মাধ্যমে পৃথকভাবে তাদের কাছ থেকে ভ্যাট আদায় করা হচ্ছে। এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে এফবিসিসিআই’র মাধ্যমে একাধিকবার রাজস্ব বোর্ডকে অনুরোধ জানিয়েও কোনো লাভ হয়নি।
এতে আরো বলা হয়, এবারের বাজেটে টেইলারিং দোকানগুলোর ওপর নতুন করে কর বাড়ানোর কথা বলা হয়নি। অথচ জাতীয় রাজস্ব বোর্ড ১৫ শতাংশ হারে তাদের ভ্যাট প্রদানের চিঠি দিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে টেইলারিং দোকানগুলো সাড়ে ৪ শতাংশ হারে ভ্যাট দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্য দোকান মালিকদের মতো তাদের কাছ থেকেও বাৎসরিক প্যাকেজ ভ্যাট আদায়ের জন্য সংগঠনটির পক্ষ থেকে দাবি জানানো হয়।
বর্তমানে দোকান মালিকদের বাৎসরিক প্যাকেজ ভ্যাটের পরিমাণ ধরা হয়েছে ছয় হাজার টাকা। আগে এর পরিমাণ ছিল চার হাজার ২শ’ টাকা।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বি এম হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ।
বাংলাদেশ স্থানীয় সময় : ১৮১২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০