ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহের প্রথম দিনেই চাঙ্গা পুঁজিবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০
সপ্তাহের প্রথম দিনেই চাঙ্গা পুঁজিবাজার

ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসেই চাঙ্গা হয়ে উঠেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

বেড়েছে আর্থিক লেনদেন, বাজার মূলধন ও সবকটি সূচক।

এদিন ব্যাংকিং খাতের অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমলেও অন্য সব খাতের শেয়ারের দাম বেড়েছে। বিশেষ করে বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বেশিরভাগ প্রতিষ্ঠান এবং গ্রামীণফোনের শেয়ারের দাম বেড়েছে।
 
গ্রামীণফোনের প্রতিটি শেয়ারের দাম আগের দিনের তুলনায় ১৬.৫০ টাকা বেড়ে ২৫৮ টাকায় সর্বশেষ লেনদেন হয়। সাধারণ মূল্য সূচকও ৬৬.৫০ পয়েন্ট বেড়ে ৬৩৭৫.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শুধু গ্রামীণফোনের শেয়ারের দাম বাড়ার কারণে সাধারণ সূচক বেড়েছে ৫৭.৭৫ পয়েন্ট।
   
আজ লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অধিকাংশ মৌলভিত্তি সম্পন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাজার মূলধন ও লেনদেন বেড়েছে উল্লেখযোগ্যহারে।

রোববার ডিএসইর বাজার মূলধন প্রথমবারের মতো ২ লাখ ৮১ হাজার ৬শ’ দুই কোটিতে উন্নীত হয়েছে।   এছাড়া ১ হাজার ৬শ’ ৪০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়েছে। এটি আগের দিনের তুলনায় ৩শ’ ৯১ কোটি ৬৯ লাখ টাকা বেশি।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, বেক্সিমকো লি., এবি ব্যাংক, লঙ্কাবাংলা ফিন্যান্স, ডেসকো, কনফিডেন্স সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, আরএকে সিরামিকস, ন্যাশনাল ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

দর বৃদ্ধির শীর্ষে ছিল আরএকে সিরামিকস, বিডি ফিন্যান্স, গ্রামীণফোন, ডেল্টা স্পিনার্স, কাশেম ড্রাইসেল, আর এন স্পিনিং, গ্ল্যাক্সো স্মিথকাইন, কনফিডেন্স সিমেন্ট, বেক্সটেক্স  লি. ও কেয়া ডিটারজেন্ট।

দাম কমার শীর্ষে থাকা প্রধান ১০টি প্রতিষ্ঠান হলো প্রাইম লাইফ ইন্সুরেন্স, বিডি অটোকারস্, আলফা টোব্যাকো, কাশেম সিল্ক, মডার্ণ ডায়িং, রূপালী ব্যাংক, মুন্নু সিরামিকস্, এবি ব্যাংক, আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড ও ৭ম আইসিবি।

বাংলাদেশ সময় ১৮১৭ ঘণ্টা,  জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।