ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানায় দেওয়ার সুপারিশ

গাজী জহিরুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০
রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানকে ব্যক্তি মালিকানায় দেওয়ার সুপারিশ

ঢাকা: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারিকরণ কমিশন।

এরই মধ্যে কমিশন বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছে।



প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- বিটিএমসি’র নিয়ন্ত্রণাধীন কাদেরিয়া টেক্সটাইল মিলস, সিলেট টেক্সাটইল, দারোয়ানী টেক্সটাইল, কুড়িগ্রাম টেক্সটাইল, ভালুকা উলেন মিলস, আহমেদ বাওয়ানী ও চিত্ত রঞ্জন কটন মিলস এবং বিজেএমসি নিয়ন্ত্রণাধীন বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরী, কওমী জুট মিলস ও দৌলতপুর জুট মিলস।

এছাড়াও চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ তাঁতবোর্ডের ডাইং অ্যান্ড প্রিন্টিং ইউনিট ও ব্রাহ্মণবাড়িয়ার সার্ভিস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টার এই তালিকায় রয়েছে।

কমিশনের চেয়ারম্যান ড.  মির্জা জলিল বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি’র কাছে প্রতিষ্ঠানগুলো বেসরকারিকরণের উদ্যোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারের বেসরকারিকরণ নীতিমালা অনুযায়ী ধীরে ধীরে আরো শিল্প প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় ছেড়ে দেওয়া হবে। ’
 
তার অভিমত, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বন্ধ বা লোকসানি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দিলে ভর্তূকির পরিবর্তে সরকারের রাজস্ব বাড়বে।

বাংলাদেশ স্থানীয় সময় ০৯৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।