ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

তিনদিন বন্ধ থাকার পর রোববার বেনাপোল স্থলবন্দর সচল

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ২০, ২০১১

বেনাপোল : টানা তিনদিন বন্ধ থাকার পর রোববার সকালে পুনরায় সচল হয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ, সাপ্তাহিক ছুটি ১৮ মার্চ ও ১৯ মার্চ ভারতে হোলি উৎসবের কারণে টানা তিন দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ ছিল।



রোববার আমদানি-রপ্তানি চালু হওয়ায় বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।    

আমদানি-রপ্তানি শুরু হওয়ায় বেলা ১২ টা অবধি বেনাপোল চেকপোস্ট থেকে বন্দর পর্যন্ত এক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজট।

যানজটের কবলে পড়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতসহ যানবাহন চলাচলে দুর্ভোগের মধ্যে পড়তে হয়।

একই সড়ক দিয়ে আমদানি-রপ্তানি হওয়ায় পণ্য বোঝাই ও খালি ট্রাকগুলোর দীর্ঘ লাইনের কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।

যানজটের পাশাপাশি বন্দরে দেখা দিয়েছে ভয়াবহ পণ্যজটও।
বন্দরের অভ্যন্তরে মালামাল রাখার স্থান সংকুলান না হওয়ায় ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকগুলো সরাসরি বন্দরের ট্রাক টার্মিনালে রাখা হচ্ছে।

বেনাপোল চেকপোস্টের কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, রোববার বেলা ৩টা পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ৭৮টি পণ্যবোঝাই ট্রাক ভারতে গিয়েছে।

অপরদিকে  পেট্রাপোল থেকে ২৩০টি পণ্যবোঝাই ট্রাক এসেছে বেনাপোল বন্দরে।
সন্ধ্যা পর্যন্ত চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম জানান, তিনদিন ছুটি থাকার কারণে কোন মালামাল বন্দর থেকে খালাস হতে পারেনি।

বোরবার সকাল থেকে বন্দরে মালামাল খালাস চলছে। এর ফলে বন্দরে পণ্যজট অনেকাংশে কমে যাবে।

বন্দরে শেডের জায়গা খালি হলেই  ভারতীয় পণ্য আনলোড করা হবে।

বাংলাদেশ সময় : ১৭১১ ঘন্টা, মার্চ, ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।