ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১৪ কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি চিহ্নিত করেছে ডিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মার্চ ২০, ২০১১
১৪ কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি চিহ্নিত করেছে ডিএসই

ঢাকা: পুঁজিবাজারে লেনদেন হওয়া ১৪ কোম্পানির অস্বাভাবিক দরবৃদ্ধি চিহ্নিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিগুলো তাদের এমন দর বৃদ্ধির কারণ জানাতে পারেনি।



রোববার ডিএসইর ওয়োবসাইটে এ তথ্য জানানো হয়।

রোববার সকাল থেকেই সূচকের ঊর্ধ্বগতি শুরু হয়। এতে লেনদেনও বেড়েছে বেশ। এদিন গত দেড় মাসের সর্বোচ্চ লেনদেন হয় ১৫শ’ কোটি টাকার ওপরে। চাঙ্গা বাজারে অনেক কোম্পানির শেয়ারের দর বেড়েছে অস্বাভাবিক হারে।

শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য ডিএসই যে ১৪টি কোম্পানি চিহ্নিত করে সেগুলো হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ারওয়েজ, পদ্মা অয়েল, বিজিআইসি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সিএমসি কামাল, সোনালী আঁশ, চিটাগাং ভেজিটেবল, রেনেটা ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

রোববার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর ২০৭ টাকা ২৫ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫ হাজার ৭৫১ টাকায়। এদিন এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৫ হাজার ৭৫১ টাকা ৭৫ পয়সা পর্যন্ত লেনদেন হয়।

তাল্লু স্পিনিংয়ের শেয়ারদর ৩৭ টাকা ২৫ পয়সা বেড়ে সর্বশেষ ৫২৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এদিন এ কোম্পানির শেয়ারদর ৪৭০ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ৫২৩ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

পপুলার লাইফের শেয়ারদর ৩৪ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ ৫১১ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এদিন এ কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ৫১৩ টাকা পর্যন্ত লেনদেন হয়।

ফারইস্ট ইসলামী লাইফের শেয়ারদর ২৩ টাকা ৫০ পয়সা বেড়ে সর্বশেষ ৩৭১ টাকায় লেনদেন হয়। এদিন এর শেয়ারদর সর্বোচ্চ ৩৭৪ টাকা পর্যন্ত উঠেছিল।

সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ারদর ৩৯ টাকা ২৫ পয়সা বেড়ে সর্বশেষ ৭০৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়। এদিন এ কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ৭১০ টাকা পর্যন্ত ওঠেছিল।

ইউনাইটেড এয়ারওয়েজ রাইট শেয়ার ঘোষণা করার পরই এর শেয়ারদর সর্বোচ্চ ৬৫ টাকা ৮০ পয়সা পর্যন্ত ওঠানামা করে। দিনশেষে এর শেয়ারদর ৩ টাকা ৮০ পয়সা কমে সর্বশেষ ৫৮ টাকা ৮০ পয়সা লেনদেন হয়।

পদ্মা অয়েলের শেয়ারদর ৪৮ টাকা ৮০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৭০০ টাকা ১০ পয়সায়। এদিন এ কোম্পানির শেয়ারদর ৬৭৯ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত ওঠানামা করে।

বিজিআইসির শেয়ারদর ৫ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৭২ টাকা ৯০ পয়সায়। এদিন এ কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ৭৪ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ারদর সর্বোচ্চ ৭১০ টাকা পর্যন্ত লেনদেন হয়। দিনশেষে এর শেয়ার দর ১৫ টাকা ৫০ পয়সা কমে সর্বশেষ ৬৬৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।

সিএমসি কামালের শেয়ারদর ৮ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৯০ টাকা ৯০ পয়সায়। এদিন শেয়ারদর সর্বোচ্চ ৮৮ টাকা ৯০ পয়সা থেকে ৯০ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

সোনালী আঁশের শেয়ারদর ১০০ টাকা বেড়ে সর্বশেষ ১ হাজার ৮৫২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এদিন এ শেয়ারের লেনদেন শুরু হয় ১ হাজার ৮৫২ টাকা দিয়ে। দিনশেষে ওই দরেই স্থির থাকে।

চিটাগাং ভেজিটেবলের শেয়ারদর ১৩১ টাকা ২৫ পয়সা বেড়ে সর্বশেষ ২ হাজার ৭৫৭ টাকা ২৫ পয়সায় লেনদেন হয়। এদিন এর শেয়ারদর ২ হাজার ৭৫৭ টাকা ২৫ পয়সাতেই স্থির ছিল।

রেনেটার শেয়ারদর ৩০০ টাকা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ১১ হাজার ৮০০ টাকায়। এদিন এর শেয়ারদর ১১ হাজার ৬২০ টাকা থেকে ১১ হাজার ৮০০ টাকা পর্যন্ত ওঠানামা করে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ৪০ টাকা ৭৫ পয়সা বেড়ে সর্বশেষ লেনদেন হয় ৫৮৬ টাকা ৫০ পয়সায়। এদিন শেয়ারদর ৫৫৫ টাকা থেকে ৫৮৬ টাকা পর্যন্ত ওঠানামা করে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ২০ মার্চ, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।