ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বুক বিল্ডিং পদ্ধতির খসড়া চূড়ান্ত ২৮ মার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
বুক বিল্ডিং পদ্ধতির খসড়া চূড়ান্ত ২৮ মার্চ

ঢাকা: পুঁজিবাজারের অস্বাভাবিক আচরণ নিয়ন্ত্রণে বুক বিল্ডিং পদ্ধতির খসড়া চূড়ান্ত হবে আগামী ২৮ মার্চ। এ বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) প্রস্তাব যাচাই করে স্টেক হোল্ডাররা তাদের প্রস্তাব পেশ করবেন ২৮ মার্চ।

সেদিনই এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর খসড়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

বুক বিল্ডিং পদ্ধতির প্রস্তাবন চূড়ান্ত করতে সোমবার সকাল ১১টায় দুই স্টক এক্সচেঞ্জ, বিএপিএলসি,মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিদের সঙ্গে এসইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, ‘এ পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা। এটি কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে আরো পর্যালোচনার প্রয়োজন। এছাড়া কোম্পানির আর্থিক প্রতিবেদন যাচাই ও শেয়ারের ইস্যুমূল্য বাজারে আসার পরবর্তী পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। এজন্য বিএপিএলসি, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও দুই স্টক এক্সচেঞ্জের লিস্টিং কমিটি এসইসির প্রস্তাব যাচাই করবে। এরপর বুক বিল্ডিং পদ্ধতি বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডাররা তাদের প্রস্তাব ২৮ মার্চ উপস্থাপন করবেন এবং সেদিনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ’      

এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন- এসইসির সদস্য মো. ইয়াসিন আলী, মো. আনিসুজ্জামান, বিএমবিএ সভাপতি শেখ মর্তুজা আহমেদ, দুই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিসহ এসইসির নির্বাহী পরিচালকরা।

বৈঠকে বুক বিল্ডিং পদ্ধতির খসড়া বিষয়ে এসইসির প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।