ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আরবিবিএল-বিপিএমপিএ চুক্তি স্বাক্ষরিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

ঢাকা: বিশ্বব্যাপী ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে রেকিট  বেনকিজার বাংলাদেশ লিমিটিড (আরবিবিএল) এবং বাংলাদেশ প্রাইভেট প্রাকটিশনারস অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে।

সোমবার দুপুরে  রাজধানীর বেস্ট ওয়েস্টার্ন লা ভিঞ্চি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।



রেকিট বেনকিজার বাংলাদেশের পক্ষে  ম্যানেজিং ডিরেক্টর রিয়াজুল হক চৌধুরী এবং  বাংলাদেশ প্রাইভেট প্রাকটিশনারস অ্যাসোসিয়েশনের (বিপিএসপিএ) পক্ষে প্রেসিডেন্ট ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া চুক্তিতে স্বাক্ষর কেেরন।

অনুষ্ঠানে উভয়পক্ষের উচ্চ পদস্থ কর্মকর্তা ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ স্থানীয় জীবানুনাশক ব্রান্ড ‘ডেটল’কে বিপিএসপিএ’র পক্ষ থেকে মেডিক্যাল এন্ডোর্সমেন্ট দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২১ মার্চ, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad