ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাসে সরকারের ৬ পদক্ষেপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২১, ২০১১
বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসা পরিচালনার ব্যয় হ্রাসে সরকারের ৬ পদক্ষেপ

ঢাকা: দেশে বিনিয়োগ বাড়াতে ও ব্যবসা পরিচালনা ব্যয় কমাতে ছয়টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত এই পদক্ষেপগুলোর বাস্তবায়নের কাজ চলছে।


   
সূত্র জানায়, সরকারের গ্রহণকরা পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, ভূমি রেজিস্ট্রেশন পদ্ধতির আধুনিকায়ন ও পাইলট ভিত্তিতে অটোমেশন চালু, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ, রেকর্ডপত্র প্রণয়ন ও সংরক্ষণ, বাণিজ্যিক বিরোধ নিরসণ ও জাতীয় রাজস্ব বোর্ডের ঋণ খেলাপি সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তির লক্ষে হাইকোর্টে পৃথক বেঞ্চ গঠন।

এছাড়াও অগ্রিম ডিক্লারেশন ও কার্গো ক্লিয়ারেন্সের লক্ষে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক হিসাবের জন্য সব ইউনিটে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নির্মাণ কর্মকাণ্ডে বিভিন্ন ছাড়পত্র গ্রহণে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা এবং ট্রেজারি চালানের মাধ্যমে দেওয়া সরকারের সব ধরনের পাওনা মোবাইল ফোন ও অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা চালু করাও এসব পদক্ষেপের মধ্যে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।