ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পূবালী ব্যাংকের সাধারণ সভায় বিনিয়োগকারীদের ভাংচুর, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

ঢাকা: রাজধানীর রমনা থানাধীন মিন্টু রোডের অফিসার্স ক্লাবে বিনিয়োগকারীদের সঙ্গে কর্তৃপক্ষের সংঘর্ষে পূবালী ব্যাংকের সাধারণ সভা (এজিএম) প- হয়ে গেছে। এ ঘটনায় পুলিশ এক বিনিয়োগকারীকে আটক করেছে।



রমনা থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল এগারোটায় মিন্টু রোডের অফিসার্স ক্লাবে পূবালী ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল সাড়ে নয়টা থেকে ব্যাংকের বিনিয়োগকারীসহ কর্মকর্তারা একে একে সভাস্থলে আসতে শুরু করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবলী নোমান জানান, ব্যাংক নির্ধারিত উপহারসামগ্রী (সুভ্যেনির) নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এক পর্যায়ে বিনিয়োগকারীরা সভাস্থলের মূল স্টেজ এবং চেয়ার-টেবিল ভাংচুর শুরু করেন।

ওসি আরও জানান, সকাল এগারোটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দিদার হোসেন নামে এ বিনিয়োগকারীকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর ব্যাংকের বার্ষিক সাধারণ সভা প- হয়ে যায়। এ সময় ব্যাংক কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

বাংলাদেশ সময় : ১৫১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।