আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ট্রাক শ্রমিক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের মধ্যকার দ্বন্দ্ব নিরসন না হওয়ায় সোমবারও (১৫ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে অচলাবস্থা কাটেনি।
রপ্তানিকারক ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায়ের দাবি থেকে শ্রমিকরা সরে না আসায় স্থলবন্দরে বন্ধ রয়েছে রপ্তানি কার্যক্রম।
আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার নিতিশ বিশ্বাস বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি রাজীব ভূঁইয়া বাংলানিউজকে বলেন, সকালে বন্দরের ব্যবসায়ী নেতারা ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বললে দুপুরের দিকে তারা শুধু রোববার থেকে বন্দরে আটকে থাকা পণ্য নিতে আগ্রহ প্রকাশ করে। কিন্তু ট্রাক শ্রমিকরা এক দিনের ভাড়া বাবদ জরিমানার দাবি জানিয়ে বেঁকে বসেছেন।
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, অচলাবস্থা কাটাতে ট্রাক মালিক ও শ্রমিক নেতাদের আলোচনা চলছে।
ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, আমাদের ট্রাকগুলো গত ৩/৪ দিন ধরে বন্দরে আটকা পড়ে আছে। এখন জরিমানার বিষয়টি মীমাংসা হলেই সেগুলো ভারতে প্রবেশ করবে।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে ট্রাক শ্রমিক ইউনিয়ন পাথরবোঝাই দুটি ১০ চাকার ট্রাক উপজেলার গাজীর বাজার থেকে ফিরিয়ে দেয়। এতে রপ্তানিকারক ব্যবসায়ী ও ট্রাক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সকালে ভারতীয় আমদানিকারক ব্যবসায়ীরা পণ্য নিতে অনীহা প্রকাশ করলে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। এ সময় শতাধিক পণ্যবোঝাই ট্রাক বন্দরে আটকা পড়লে অচলাবস্থার সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪