ঢাকা: রাষ্ট্রমালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের জন্য ব্যবসায় সামাজিক দায় অর্থাৎ সিএসআর তহবিল ব্যয়-বিষয়ক নির্দেশনা কিছুটা শিথিল করা হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে- অগ্রণী, জনতা, রূপালী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।
গত রোববার(১৪ ডিসেম্বর’২০১৪) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক ৪টিকে চিঠি দিয়ে এ ছাড়ের কথা জানায়।
এতে বলা হয়, শীত মওসুমে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করতে তারা সিএসআরের অর্থ খরচ করতে পারবে।
একই বিভাগ থেকে গত ২৮ আগস্ট এক নির্দেশনা দিয়ে এই ৪ ব্যাংকের সিএসআর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪