ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের ৯৭তম শাখা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪
চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের ৯৭তম শাখা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরে মার্কেন্টাইল ব্যাংকের ৯৭তম শাখা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) শহরের হাজী মহসিন রোডের টেকনো হান্নান কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।



উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের ভিশন নির্দিষ্ট সময়ের আগেই অর্জন করতে পারবো বলে বিশ্বাস করি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে দেশ ও জনগণের অগ্রগতির কথা ভেবে কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংক কর্তৃপক্ষের উদ্দেশে তিনি বলেন, দেশে এখন অনেক ব্যাংক সেবা দিচ্ছে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে চাঁদপুরে ব্যবসা ও গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে।

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এহসানুল হক, পরিচালক আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, পরিচালক এম আমান উল্যাহ, একেএম শহীদ রেজা, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষানুরাগী শফিউদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি পাটওয়ারী প্রমুখ।

এছাড়া চাঁদপুরের ব্যবসায়ী, রাজনীতিক, সুধীজন ও গ্রাহকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।