ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পর্যটন হবে দেশের প্রধান আয়ের খাত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
পর্যটন হবে দেশের প্রধান আয়ের খাত ছবি: রেহানা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, পর্যটন মানে ইট-কাঠ নয়। কিন্তু দেশের পর্যটন শহর কক্সবাজার আজ ইট-কাঠের জঙ্গলে পরিণত হয়েছে।

এ অবস্থা থেকে পর্যটন শহরকে মুক্ত করতে প্রয়োজন ‘কক্সবাজার পর্যটন কর্তৃপক্ষ’।
 
বুধবার (১৭ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে পর্যটন শিল্পের ওপর আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, পর্যটনকে আমরা দেশের এক নম্বর বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতে পরিণত করতে চাই। এজন্য দেশের মানুষের মধ্যে পর্যটন মানসিকতা তৈরি করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও আকতার উজ জামান খান কবির।  
 
বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।