ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আখাউড়া স্থলবন্দরে ‍আমদানি-রপ্তানি শুরু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
আখাউড়া স্থলবন্দরে ‍আমদানি-রপ্তানি শুরু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): টানা ৪ দিন বন্ধ থাকার পর বুধবার (১৭ডিসেম্বর) দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (শুল্ক) নিতিশ বিশ্বাস বাংলানিউজকে জানান, দুপুর আড়াইটা থেকে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হয়।



তিনি জানান, বেলা ১১টায় বিষয়টি নিয়ে আমদানি-রপ্তারিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও ট্রাক মালিক-শ্রমিক নেতাদের নিয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আহসান হাবীব তার কার্যালয়ে বৈঠক করেন।

বৈঠকে, আমদানি-রপ্তানিকারকরা চালানকৃত ট্রাক প্রতি আড়াই হাজার টাকা জরিমানা ও আহত শ্রমিকের চিকিত্সার খরচ দিতে রাজি হলে সমস্যা নিরসন হয়। পরে দুপুর আড়াইটা থেকে পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ শুরু করে।

এর আগে গত ১২ ডিসেম্বর ট্রাক শ্রমিক ইউনিয়ন ১০ চাকার একটি পাথরবোঝাই ট্রাক বন্দর থেকে ফিরিয়ে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যায়। এতে ১৩ ডিসেম্বর সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা পণ্য আমদানিতে অনীহা প্রকাশ করে ট্রাক দুটি ফিরিয়ে দিতে বলে।

এ নিয়ে স্থলবন্দরের শ্রমিক ও ব্যবসায়ীদের দ্বন্দ্বে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।