ঢাকা: হোলসিম সিমেন্ট (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সুমন্ত পণ্ডিত।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
এর আগে সুমন্ত পণ্ডিত এমিরেট্স সিমেন্টের অঙ্গপ্রতিষ্ঠান আলট্রাটেক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন।
২২ বছরের কর্মজীবনে সুমন্ত পণ্ডিত সুইজারল্যান্ড, ওমান, কুয়েত, শ্রীলঙ্কা ও সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে বহুজাতিক সিমেন্ট কোম্পানিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।
সুমন্ত পণ্ডিত ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪