ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক ও নিটোল মটরস লিমিটেডের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় এখন থেকে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস কার্ড মেম্বাররা ন্যানো টুইস্ট গাড়ি ক্রয়ে ১ লাখ ৯৯ হাজার টাকা ছাড় পাবেন।
বুধবার সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে আরও বলা হয়, এই ছাড় প্রযোজ্য হবে যদি ক্রেতারা আমেরিকান এক্সপ্রেস কার্ড ব্যবহার করে ১ লাখ টাকা বুকিং মানি দিয়ে বাকি টাকা একত্রে পরিশোধ করেন। গাড়ির দাম পরিশোধের ক্ষেত্রে রয়েছে ০% সুদে ৩ থেকে ২৪ মাসিক কিস্তির ফ্লেক্সিবাই সুবিধা।
সিটি ব্যাংকের ডিএমডি ও সিওও মাসরুর আরেফিন এবং নিটোল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান মো: আব্দুল মারিব আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব ব্রান্ড নাজমুল করিম চৌধুরী এবং নিটোল মটরসের সিবিও, পিসিবিইউ মো: তানবির শহীদ রতনসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪