ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জেট্রো- উইন্ডমিল চুক্তি সই

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
জেট্রো- উইন্ডমিল চুক্তি সই

ঢাকা: ‘জাপান ফেয়ার ইন বাংলাদেশ ২০১৫’ এর ইভেন্ট ম্যানেজার হিসেবে দ্বায়িত্ব পেয়েছে উইন্ডমিল এডভ্যারটাইজিং লিমিটেড। বুধবার(১৭ই ডিসেম্বর ২০১৪)  আয়োজক জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন(জেট্রো) এবং উইন্ডমিল এডভ্যারটাইজিং লিমিটেডের মধ্যে  এ নিয়ে চুক্তি  সই হয়েছে।



আগামী ২৯-৩১ জানুয়ারি ২০১৫ ইং তারিখে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ ফেয়ার অনুষ্ঠিত হবে।

জেট্রো-র কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ কে কাভায়ানো এবং উইন্ডমিল এডভ্যারটাইজিং লিমিটেডের সিইও সাব্বির রহমান তানিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।