ঢাকা: বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনোমিস্ট হিসেবে যোগদান করেছেন ড. বিরূপাক্ষ পাল।
বুধবার (১৭ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসন বিভাগে তার যোগদানপত্র জমা দেন ড. বিরূপাক্ষ পাল।
ব্যাংকিং, অর্থনৈতিক সাংবাদিকতা, কনসালটেন্সি, শিক্ষকতা এবং গবেষণায় ড. পালের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। রয়েছে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য উদারীকরণ এবং আর্থিক (মনিটরি) অর্থনীতির ওপরে আন্তর্জাতিক জার্নালে কয়েকটি প্রকাশনাও।
ড. পাল স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের অ্যাসোসিয়েট প্রফেসর।
তিনি স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে ২০০৭ সালে ডক্টরেট ডিগ্রি, ২০০৪ সালে অ্যাপ্লাইড ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
১৯৯৯ সালে সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলোজি থেকে ফিন্যান্সে এমবিএ এবং ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনোমিক্সে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন ড. পাল।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪