ঢাকা: বর্তমান সরকারের আমলে বিশ্বে দেশের শ্রমবাজার সম্প্রসারিত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসন দিবসের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংসদ ভবনের ভিআইপি গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
খন্দকার মোশারফ বলেন, বর্তমান সরকারের সময়ে শ্রমবাজার সম্প্রসারিত হয়েছে। গত চারদলীয় জোট সরকারের সময়ে বিশ্বের ৯৭ টি দেশে কর্মী পাঠানো হতো। আর বর্তমান সরকারের বাস্তবসম্মত শ্রম কূটনীতির কারণে এখন ১৬০ দেশে কর্মী পাঠানো হচ্ছে।
তিনি জানান, শ্রম বাজার সম্প্রসারণ ও প্রবাসীদের কল্যাণে বিভিন্ন দূতাবাসের ১৬টি শ্রম উইংয়ের সঙ্গে ২০১৩ সালে আরও ১২টি নতুন শ্রম উইং খোলা হয়েছে। এসব উইংয়ে কর্ম পরিধি বৃদ্ধি পাওয়ায় ১০১টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
রেমিটেন্স প্রবাহেও ২০০৯ থেকে ২০১৩ বছরগুলাতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী।
তিনি বলেন, চারদলীয় জোট সরকারের সময় পাঁচ অর্থবছরে রেমিটেন্স প্রবাহ ছিল ১৮ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলার, বর্তমান সরকারের আমলে গত পাঁচ অর্থবছরে তা ৬১ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
অনুষ্ঠানে প্রবাসীদের সহায়তায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন মন্ত্রী।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয়দিন বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসীর সন্তানদের বৃত্তি প্রদান, বিদেশগামী এবং বিদেশ প্রত্যাবর্তনকারী কর্মীদের সংবর্ধনা দেওয়া হবে।
এছাড়া ১৯ ডিসেম্বর বিকেল ৩টায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪