ঢাকা: কয়লা আমদানিতে শুল্ক, অগ্রিম আয়কর ও এটিভি অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মাধ্যমে ইটভাটায় চলা অচলাবস্থার নিরসন হচ্ছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. গোলাম হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (এসআরও নং-২৮৮) এসব জানা গেছে। শুধু ভ্যাট দেওয়ার মাধ্যমে ভারত থেকে কয়লা আমদানি করা যাবে।
সূত্র জানায়, সরকার ইটভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ করে কয়লা পোড়ানোর নির্দেশ দেয়। কিন্তু দীর্ঘদিন ধরে কয়লা আমদানিতে বন্ধ রেখেছে সরকার।
মৌসুমের এক তৃতীয়াংশ সময় পেরিয়ে গেলেও কয়লার অভাবে ইটভাটায় আগুন জ্বালাতে পারছেন না মালিকরা। ফলে উৎপাদন ব্যহত হচ্ছে।
ইটভাটা মালিকরা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরের মাধ্যমে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, শুল্ক ও অগ্রিম আয়কর কমাতে সরকারকে সুপারিশ করেন।
অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড নিষেধাজ্ঞা প্রত্যাহার, শুল্ক ও অগ্রিম আয়কর কমানোর প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় থেকে ৩১ শতাংশ রাজস্ব দিয়ে কয়লা আমদানি করতেন ভাটা মালিকরা। এর মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক, ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি), ৫ শতাংশ এটিভি ও ১৫ শতাংশ ভ্যাট দিতে হতো তাদের।
প্রজ্ঞাপনে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড়া আমদানি শুল্ক, অগ্রিম আয়কর ও এটিভি অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪