ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ধোলাইখালে ইসলামী ব্যাংকের ২৯৩তম শাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
ধোলাইখালে ইসলামী ব্যাংকের ২৯৩তম শাখা উদ্বোধন

ঢাকা: সুপরিচিত ধোলাইখালে শাখা খুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) ২৯৩তম শাখা হিসেবে ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।



ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবদুস সাদেক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ জোনপ্রধান মো. ওবায়দুল হক, গ্রাহক ও সুধীবৃন্দের পক্ষে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আবু আহমেদ মন্নাফী, ওয়েসিস ইন্টারন্যাশনাল-এর প্রোপ্রাইটর মো. ইব্রাহীম হোসাইন, শাহজাহান স্টিল কর্পোরেশনের ম্যানেজিং ডাইরেক্টর মো. শাহজাহান, কেএল জুবিলী স্কুল ও কলেজের সহযোগী অধ্যাপক শাহনাজ বিউটি ও ইন্টারন্যাশনাল এজেন্সি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সুশীল কুমার মোদক বক্তব্য রাখেন।   

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।