ঢাকা: বছরের ব্যবধানে জীবন বিমা ও সাধারণ বিমা কোম্পানিগুলোর সব সূচকই উর্ধ্বমূখী অবস্থানে রয়েছে। বেড়েছে জীবন বিমা কোম্পানিগুলোর সম্মিলিত প্রিমিয়াম আয়, বিনিয়োগ, সম্পদ ও লাইফ ফান্ডের পরিমাণ।
বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর)বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন’র(বিআইএ)বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এটি ছিল বিআইএ’র ২৭তম এজিএম।
সাধারণ সভায় উপস্থাপন করা বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০১৩ সালে বেসরকারি জীবন বিমা কোম্পানিগুলো সম্মিলিতভাবে প্রিমিয়াম আয় করেছে ৬৬ হাজার ৮৩৪ মিলিয়ন টাকা। যা ২০১২ সালে ছিল ৬২ হাজার ৪৮৩ মিলিয়ন টাকা। জীবন বিমা কোম্পানিগুলোর প্রিমিয়াম বৃদ্ধির এ হার ৬ দশমিক ৯৬ শতাংশ।
২০১২ সালের তুলনায় ২০১৩ সালে বেসরকারি জীবন বিমা কোম্পানিগুলোর লাইফ ফান্ড বেড়েছে ২৭ হাজার ২৩৮ মিলিয়ন টাকা। ২০১৩ সাল শেষে জীবন বিমা কোম্পানিগুলোর সম্মিলিত লাইফ ফান্ড দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৭৮৯ মিলিয়ন টাকা। যা ২০১২ সালে ছিল ১ লাখ ৯৪ হাজার ৫৫১ মিলিয়ন টাকা।
২০১৩ সালে জীবন বিমা কোম্পানিগুলো বিনিয়োগ করেছে ১ লাখ ৯২ হাজার ৭০৪ মিলিয়ন টাকা। যা ২০১২ সালে ছিল ১ লাখ ৬৬ হাজার ১৩২ মিলিয়ন টাকা। ২০১৩ সালে বেসরকারি খাতে জীবন বিমা কোম্পানির মোট সম্পদ দাঁড়িয়েছে ২ লাখ ৭৮ হাজার ৪৬৩ মিলিয়ন টাকা। যা ২০১২ সালে ছিল ২ লাখ ২৪ হাজার ৮৪ মিলিয়ন টাকা।
অপরদিকে সাধারণ বিমা খাতে ২০১৩ সালে বেসরকারি বিমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয় হয়েছে ২০ হাজার ৯৯৮ মিলিয়ন টাকা। যা ২০১২ সালে ছিল ১৮ হাজার ৯৯৯ মিলিয়ন টাকা। প্রিমিয়াম আয় বৃদ্ধির এ হার ১০ দশমিক ৫২ শতাংশ।
২০১৩ সালে বেসরকারি সাধারণ বিমা কোম্পানিগুলোর সম্মিলিত সম্পদ বেড়েছে ১ হাজার ৪৫১ মিলিয়ন টাকা। ২০১৩ সাল শেষে সাধারণ বিমা কোম্পানিগুলোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩৭৫ মিলিয়ন টাকা। যা ২০১২ সালে ছিল ৪৮ হাজার ৯২৪ মিলিয়ন টাকা। সাধারণ বিমা খাতে ২০১৩ সালে বিনিয়োগ হয়েছে ২৮ হাজার ৩৯৩ মিলিয়ন টাকা। যা ২০১২ সালে ছিল ২৪ হাজার ৩৭৯ মিলিয়ন টাকা।
বার্ষিক সাধারণ সভায় বিআইএ’র সভাপতি শেখ কবির হোসেন ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদনের তথ্য উপস্থাপন করেন।
এ সময়ে ২০১৪ সালের অ্যাসোসিয়েশনের কিছু পদক্ষেপ তুলে ধরেন তিনি।
তিনি বলেন, বিআইএ’র পক্ষ থেকে অর্থনৈতিক উন্নয়নে বিমা শিল্পের ভূমিকার উপর সেমিনার করা হয়েছে। আইসিসি-বাংলাদেশ ও বিজিএমইএকে কনফারেন্স/সামিট-এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া বিআইএ’র ফ্লোর রেজিস্ট্রেশন ও রাজউকের বরাদ্দ দেওয়া উত্তরা প্রকল্পের ২০ কাঠা বা ১ বিঘা জমি রেজিস্ট্রেশন করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন পদ্মা ইসলামী লাইফের চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্লাহ, ঢাকা ইন্স্যুরেন্স’র ব্যবস্থাপনা পরিচাক একিউএম ওয়াজেদ আলী, কর্ণফুলি ইন্স্যুরেন্স’র ব্যবস্থাপনা পরিচালক মো. হাফিজ উল্লাহ, তাকাফুল ইন্স্যুরেন্স’র ব্যবস্থাপনা পরিচালক কেএএম ফেরদৌস প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪