ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১১
সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা

ঢাকা : আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়েছে।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতে বাজারে চাঙ্গাভাব দেখা দিলেও দিন শেষে সূচক কমে লেনদেন শেষ হয়েছিল।



রোববার বেলা পৌনে ১২টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৪২টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৬৪টির ও অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির দাম।

একই সঙ্গে সাধারণ সূচক ১১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪শ’ ৬৫ পয়েন্টে পৌঁছেছে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয় ২২৮ কোটি  ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেনের শীর্ষে রয়েছে আফতাব অটোমোবাইলস।

অন্যদিকে, বেলা পৌনে ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ১৫৩টি কোম্পানির লেনদেন হয়। এর মধ্যে বেড়েছে ১০১টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির দাম।

পাশাপাশি সাধারণ সূচক ১৪৭ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬শ ৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

এ সময়ে মোট লেনদেন হয় ২৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।