ঠাকুরগাঁও: গত ৩ মৌসুমের অবিক্রিত চিনিসহ ১৩০ কোটি টাকা লোকসান নিয়েই ঠাকুরগাঁও চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই শুরু হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মাড়াই কার্যক্রমের উদ্বাধন করেন পানি সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি।
এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ইয়াসিন আলী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
এ মৌসুমে ৬০ দিন চালু রেখে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৮শ টন চিনি উৎপাদন করা হবে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯ , ২০১৪