ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকের আইটি রুমে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
ব্যাংকের আইটি রুমে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ

ঢাকা: দেশে কার্যরত সব ব্যাংকের আইটি রুমে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।



প্রজ্ঞাপনে বলা হয়, 'বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স অন আইসিটি সিকিউরিটি ফর সিডিউল ব্যাংকস অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশনের ৪.১.২.৭ অনুচ্ছেদের নির্দেশনা মোতাবেক ব্যাংকের সব ডাটা সেন্টারে সিসি ক্যামেরা স্থাপনের কথা উল্লেখ করা হয়েছে। এরই আলোকে নিরাপত্তার জন্য সব ব্যাংকের আইটি রুমে এ ধরনের ক্যামেরা স্থাপনের নির্দেশ দেয়া হলো। '

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।