ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

হরতালেও ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
হরতালেও ডিএসইতে সূচক ছিল ঊর্ধ্বমুখী

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা চার কার্যদিবস সূচকের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এমনকি সোমবার হরতালেও এর ধারাবাহিকতা ছিল।

সকাল থেকেই সূচক বাড়তে শুরু করে এবং দিন শেষে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়।

সোমবারের হরতালের কোনো নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে লক্ষ্য করা যায়নি। ব্রোকারেজ হাউজগুলোতে সকাল থেকেই বিনিয়োগকারীদের সরগরম উপস্থিতি ছিল।

এদিন ডিএসইতে মোট ২৫৭ টি কোম্পানির সাত কোটি ৭০ লাখ ৬০ হাজার ৫০৬টি  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ১০৬০ কোটি ১৯ লাখ ৯২ হাজার ৮৪২ টাকা। যা আগের দিনের তুলনায় ৩৩ কোটি নয় লাখ টাকা বেশি।

সাধারণ মূল্যসূচক আগের দিনের তুলনায় ৮৮.৮৭ পয়েন্ট বেড়ে ৬৫৩৫.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৪.৬৩ পয়েন্ট বেড়ে ৪০৭১.৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনকৃত ২৫৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৫ টির, কমেছে ৯৪ টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি কোম্পানির শেয়ারের।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো পিপলস্ লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিঃ, আফতাব অটোমোবাইলস্, বেক্সিমকো লিঃ, বেক্সটেক্স, বিএসআরএম স্টিল, বে-লিজিং, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক  লিঃ, গোল্ডেন সন ও কনফিডেন্স সিমেন্ট।

দর বৃদ্ধিতে প্রধান ১০টি কো¤পানি হলো আরএকে সিরামিকস্, হাক্কানী পাল্প, এসিআই, আইপিডিসি, এসিআই ফর্মুলেশন, মালেক স্পিনিং, ফিডেলিটি অ্যাসেট, প্রিমিয়ার লিজিং, নাভানা সিএনজি ও বিআইএফসি।

অন্যদিকে দাম কমার শীর্ষে থাকা প্রধান ১০ টি কো¤পানি হলো পিপলস্ লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিঃ, সমতা লেদার, সাভার রিফ্রেক্টরিজ, উসমানিয়া গ্লাস, শ্যামপুর সুগার, ন্যাশনাল টিউবস্, সোনারগাঁও টেক্সটাইল, ফার্মা এইড, বঙ্গজ লিঃ ও জুট স্পিনার্স।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৪ এপ্রিল ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।