ঢাকা: ১০ টাকার হিসাবধারী ক্ষুদ্র বা প্রান্তিক ভূমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সাড়ে ৯ শতাংশ সুদে ঋণ পাবেন।
বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় ১০ টাকার হিসাবধারী ক্ষুদ্র বা প্রান্তিক ভূমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের পেশাজীবী এবং প্রান্তিক বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ২০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল সংক্রান্ত জিবিসিএসআরডি সার্কুলার ০১/২০১৪ এর প্রয়োজনীয় সংশোধন/পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।
এর ফলে ব্যাংক ও এনজিওগুলো গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশ হারে এসব নিম্ন আয়ের পেশাজীবীদের নিকট ঋণ বিতরণ করতে পারবে। এ জনগোষ্ঠীর মানুষ কম সুদে ও সহজ শর্তে ঋণ গ্রহণের মাধ্যমে তাদের আয় বাড়াতে ও স্বাবলম্বী হতে পারবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪