ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোস্টপেইড গ্রাহকদের জন্য এয়ারটেলের স্মার্টপ্ল্যান

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
পোস্টপেইড গ্রাহকদের জন্য এয়ারটেলের স্মার্টপ্ল্যান

ঢাকা: এবার পোস্টপেইড গ্রাহকদের জন্য স্মার্ট প্যাকেজ নিয়ে এলো দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এয়ারটেলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



কলরেট এবং অফার সহজ করতে নতুন এই উদ্ভাবনী প্যাকেজে গ্রাহকরা আরো বেশি সুবিধা এবং সেবা পাবেন।

এর আগে এয়ারটেল  ‘সবাই এক’ এবং ‘সবাই এফএন্ডএফ’ এর মাধ্যমে প্রিপেইড গ্রাহকদের জন্য ট্যারিফ প্ল্যান সহজ করেছে।

এবার পোস্টপেইড গ্রাহকদের জন্য উদ্ভাবনী এবং সহজ ট্যারিফ প্ল্যান নিয়ে এলো এয়ারটেল।  

কেননা পোস্টপেইড গ্রাহকরা প্রচুর ভয়েস এবং ডাটা সেবা ব্যবহার করেন। আর তাদের বিষয়টি চিন্তা করেই এ অফার চালু করা হয়েছে।

স্মার্ট প্ল্যানে পোস্টপেইড গ্রাহকদের এয়ারটেল দিচ্ছে মাত্র ১৯৯৯ টাকায় ১০ জিবি ডাটা, ২৪০০ মিনিট টকটাইম, ১০০০০ এসএমএস এবং ৫০০ টাকার সমমূল্যের আইএসডি কল মিনিট।

পোস্টপেইড স্মার্ট প্ল্যানে আরও থাকছে ৯৯৯ টাকায় ৫ জিবি ডাটা, ১৫০০ মিনিট টকটাইম এবং ৫০০০ এসএমএস এবং ৬৯৯ টাকায় ৩ জিবি ডাটা, ১০০০ মিনিট টকটাইম, ৩০০০ এসএমএস।

ব্যবহারকারীরা  এয়ারটেলের স্মার্টপ্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে www.bd.airtel.com ভিজিট করতে পারেন।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ‍ ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।