ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে দ. কোরিয়ার সিএসআর অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
বাংলাদেশে দ. কোরিয়ার সিএসআর অব্যাহত ছবি: জাহিদুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ও এ খাতে নিয়োজিত শ্রমিকদের জন্য  দক্ষিণ কোরিয়া কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) এর মাধ্যমে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি আন ইয়াং।

মঙ্গলবার (ডিসেম্বর ২৩) রাজধানীর হোটেল ওয়েস্টিনে কোরিয়ান দূতাবাস ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর যৌথ আয়োজনে “কোরিয়ার উন্নয়ন অভিজ্ঞতা: বাংলাদেশের জন্য শিক্ষনীয়” শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন।



লি আন ইয়াং বলেন, তৈরি পোশাক শিল্প খাতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। কোরিয়ার সাথে দেশটির বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে।

তিনি আরো বলেন, কোরিয়ান বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উত্তরাঞ্চলে সিএসআর কার্যক্রম চালাচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার ইয়াঙ্গুন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কি হাক সান বাংলাদেশে কোরিয়ান ইপিজেড এর নানা অসুবিধার চিত্র তুলে ধরে সেগুলো দূর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি এ সময় কোরিয়ান জায়ান্ট স্যামসাং কোম্পানিকে ভিয়েতনাম কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ যদি ভিয়েতনামের মত বিনিয়োগের সুযোগ দেয় তবে দেশটির অর্থনীতির জন্য তা খুবই লাভজনক হবে।

সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে দুই পর্বে আরো বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন, এমসিসিআই এর সভাপতি রোকেয়া আফজাল হোসেন, সিএসআর সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক সোবহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৬, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।