ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রাচুইটি ফান্ডের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ নয়

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪
গ্রাচুইটি ফান্ডের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ নয়

ঢাকা: গ্রাচুইটি ফান্ডের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সোমবার একটি প্রজ্ঞাপন জারি করেছে।



কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক বিষ্ণুপদ সাহা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রাচুইটি ফান্ডের অর্থ ৫বছর মেয়াদী সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হলে সেগুলো সঞ্চয়পত্র আইন মোতাবেক নগদায়ন করে নিতে হবে। এজন্য কোন সুদ বা মুনাফা পাওয়া যাবে না।

একই একই সঙ্গে যারা গ্রাচুইটি ফান্ডের অর্থ দ্বারা সঞ্চয়পত্রে বিক্রয়ের সঙ্গে জড়িত(যদি থাকে) তাদের চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানাতে নির্দেশ দেওয়া হলো।

২০০৫ সালের ১১জুন থেকে কোন প্রতিষ্ঠানের স্বীকৃত ভবিষ্য তহবিলের টাকা ৫বছর মেয়াদী সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সযোগ ছিল। কিন্তু কর কমিশন কর্তৃক স্বীকৃত ভবিষ্য তহবিল ছাড়া গ্রাচুইটি ফান্ডের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগের সুযোগ ছিল না।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।