ঢাকা: দেশের গার্মেন্ট শ্রমিক সংগঠনের এক কর্মী ও এক নেতার ওপর হামলা হয়েছিল বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।
জানা যায়, যুক্তরাষ্ট্রভিত্তিক শ্রমিক অধিকার সংগঠন ও পোশাক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান এ দুই ঘটনা পৃথকভাবে তদন্ত করেছে।
নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, একজন নারী শ্রমিকনেতা হামলার শিকার হন। গত ১০ নভেম্বর চট্টগ্রামে আজিম গ্রুপের দু’টি কারখানায় এ হামলা হয়। এর তিন মাস আগে একটি কারখানার বাইরে এক নারী শ্রমিকনেতাকে হামলা করা হয়। ওই কারখানা ও আহত নারীর কর্মস্থল, দু’টিরই মালিকানা আজিম গ্রুপের।
এ বিষয়ে আজিম গ্রুপের দাবি, হামলাটি কর্মঘণ্টা ও কারখানার বাইরে ঘটেছিল। তাই এ ঘটনার সঙ্গে প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।
এদিকে, এ ঘটনার পর ভিএফ ও লিঅ্যান্ড ফাং নামের দু’টি পোশাক আমদানিকারক বিদেশি প্রতিষ্ঠান আজিম গ্রুপকে দেওয়া পোশাকের অর্ডার স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।
এছাড়াও শ্রমিকনেতাদের ওপর হামলা বন্ধ করতে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জোরালো পদক্ষেপ না নিলে আজিম গ্রুপের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখবে না বলে ভিএফ জানিয়েছে।
বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪