ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হোটেল সাইমনের সুবর্ণ জয়ন্তী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
হোটেল সাইমনের সুবর্ণ জয়ন্তী ছবি: সংগৃহীত

ঢাকা: কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম বেসরকারি হোটেল হিসেবে ৫০ বছর পূর্ণ করেছে হোটেল সাইমন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হোটেলটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার জোনে আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের।

হোটেলটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে হোটেল সাইমনের ঐতিহ্য তুলে ধরেন এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।

তিনি বলেন, অগণিত সোনালি স্মৃতির ফ্রেম ধরে রাখতে এবার নতুন রূপে আসছে সাইমন।

সাইমনের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ ও চিত্রনায়ক আলমগীর উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, কক্সবাজারকে বিশ্বের বুকে সমুদ্রসৈকত হিসেবে প্রতিষ্ঠার পেছনে বিরাট ভূমিকা রেখেছে সাইমন।

স্মৃতিচারণা করে চিত্রনায়ক আলমগীর বলেন, জীবনের প্রথম আউটডোর শুটিং করতে গিয়ে সাইমনে উঠি। এখানেই জীবনের প্রথম প্রেম, ভালোবাসা সব কিছুই হয়েছে।

১৯৬৪ সালে যাত্রা শুরু করে হোটেল সাইমন। কক্সবাজারের প্রাণকেন্দ্রে স্থাপিত হোটেলটি ছিল তৎকালীন সময়ের অন্যতম অভিজাত ও আন্তর্জাতিক মানের হোটেল। মনোরম পরিবেশ, আন্তরিক সেবা ও অনন্য আতিথেয়তায় পর্যটকদের মন জয় করে এটি।

সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।