ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আবাসন শিল্পে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা ফান্ড!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
আবাসন শিল্পে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা ফান্ড! ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারা দেশে আবাসন শিল্পের বিকাশে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা ফান্ডের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।



তিনি আরো বলেন, ২৮ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মন্ত্রণালয়ে আসবেন। তখন উনাকে এই বিষয়ে অবহিত করা হবে। আবাসন শিল্পের বিকাশে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। মৌলিক চাহিদার মধ্যে বাসস্থানও অন্যতম। আমরা বস্তিবাসীর জন্যও স্বল্পমূল্যে ফ্ল্যাটের ব্যবস্থা করতে যাচ্ছি। পাইলট প্রকল্প হিসেবে নগরীর মিরপুর ও খুলনায় তা চালু করতে যাচ্ছি। যাতে করে বস্তিবাসীরা প্রতিদিন ১৭৫ টাকা করে জমা দিয়ে ২০ বছরে একটি ফ্ল্যাটের মালিক হতে পারেন। ’

আবাসন ব্যবসায় বিশ্বের বিভিন্ন দেশে তিন থেকে চার শতাংশের উপরে সুদ নেওয়া হয় না। আমরা এই খাতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো বলেও উল্লেখ করেছেন তিনি।

ডেভলপার কোম্পানি প্রসঙ্গে বলেন, আমরা কারোর কাজকে বাধা দেব না। তারা যদি খেলার, মাঠ ও ‍মুক্ত পরিবেশ রেখে এই ব্যবসা পরিচালনা করে যায়। ’

মন্ত্রী আরো জানান, নগরীর মিরপুরে ১৮৭ একর জমির ওপরে ৪০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। আমরা একটা আইন করতে যায় যেখানে কেউ ফ্ল্যাট কিনলে যাতে পরবর্তী পর্যায়ে কোনো জবাবদিহিতা না করতে হয়। বিশ্বের উন্নত দেশেও ফ্ল্যাট ক্রেতার জবাব দিতে হয় না যে, ফ্ল্যাট কেনার টাকা কিভাবে এসেছে।

তিনি আরও জানান, ‘সরকার এরইমধেই একলাখ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে উত্তরায় ১৮ হাজার, ঝিলমিল প্রকল্পে ৫০ থেকে ৬০ হাজার ও পূর্বাচলে প্রায় আট হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আছে। ’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, রিহ্যাবের প্রায় ১০ হাজার ফ্ল্যাট অবিক্রিত রয়েছে যার বাজার মূল্য প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই ফ্ল্যাট বিক্রি না হলে রিহ্যাবের সদস্যরা বাঁচতে পারবে না। ’

নসরুল হামিদ আরো বলেন, পর্ায়ক্রমে সব ফ্ল্যাটে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। আমরা এখন সাড়ে ১৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রাখি। ’

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে উদ্দেশ্য করে বিপু বলেন, আপনি সম্প্রতি কেরাণীগঞ্জে গিয়েছিলেন। সেখানের প্রায় ৭৫ ভাগ এলাকা ড্যাপের আওতায় আছে বলে জানিয়েছেন এটা মেনে নেওয়া যায় না। কারণ ঢাকার পরে
কিছু চিনতে করলে সেটা হবে কেরানীগঞ্জে। ’

‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এখানে তৈরি হবে বড় কারাগার। এছাড়া বন্দর থেকে শুরু করে এখানে বিদ্যুতের উন্নয়ন হচ্ছে সুতরাং ৭৫ ভাগ ড্যাপের কথা বললে উন্নয়ন কাজ হবে না। ’

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন অন্যদের মধ্যে  সংগঠনের সহ-সভাপতি রবিউল হক প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।