ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিমা কোম্পানিতে ভারপ্রাপ্ত এমডি নিয়োগের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
বিমা কোম্পানিতে ভারপ্রাপ্ত এমডি নিয়োগের সুপারিশ ছবি: সংগৃহীত

ঢাকা: বিমা কোম্পানির শীর্ষ পদে ছয় মাস থেকে এক বছর মেয়াদের জন্য ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের সুপারিশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
 
বুধবার (২৪ ডিসেম্বর) ডিসিসিআই’র সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি হোসেন খালেদ এ সুপারিশ করেন।


 
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে সাধারণ ও জীবন বিমা মিলিয়ে মোট ৭৭টি বিমা কোম্পানি ব্যবসা করছে। বর্তমান মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা ২০১২ ও বিমা আইন ২০১০ পরিপালন করে বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সহজ না।

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে বর্তমান বিধি ও আইনের ধারা পূরণ করে বিমা খাতে এমন যোগ্য কর্মকর্তার অভাব রয়েছে। তাই কোম্পানির দাপ্তরিক কাজ অব্যহত রাখতে ছয় মাস থেকে এক বছর মেয়াদের জন্য একজন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালককে দায়িত্ব দেওয়া যেতে পারে।
 
সাধারণ বিমা কোম্পানির কমিশনের বিষয়ে হোসেন খালেদ বলেন, সাধারণ বিমা ব্যবসা সংগ্রহের জন্য বিমা কারীকে পরিশোধযোগ্য প্রিমিয়ামের ১৫ শতাংশের অধিক কমিশন দিতে হয়। অধিক হারে কমিশন দেওয়ার কারণে বিমা কোম্পানিগুলোর নেট মুনাফা উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। ফলে সাধারণ শেয়ারহোল্ডাররা যুক্তিযুক্ত লভ্যাংশ পাচ্ছেন না। এছাড়া সরকারও ট্যাক্স বাবদ বড় অংকের আয় থেকে বঞ্চিত হচ্ছে। নির্ধারিত কমিশনের অতিরিক্ত কমিশন দেওয়া বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে হোসেন খালেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থার নিয়ম করার কারণে এক সময় অতিরিক্ত কমিশন দেওয়া বন্ধ হয়ে গিয়েছিলো। এর অর্থ এটি বন্ধ করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
 
তিনি আরও বলেন, বিমা শিল্পকে অন্যান্য শিল্পের ন্যায় একটি দক্ষ ও প্রতিষ্ঠিত শিল্প হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়ে দেশি ও বিদেশি উচ্চতর ডিগ্রিসহ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। বিমা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির ন্যায় ঢাকা চেম্বার বিজনেস ইনস্টিটিউট’র তত্ত্বাবধানে বেসরকারি পর্যায়ে একটি উচ্চতর বিমা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।