ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিহ্যাব মেলা ২০১৪

ক্রেতা আগ্রহ রূপায়ণ ডুপ্লেক্সে!

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
ক্রেতা আগ্রহ রূপায়ণ ডুপ্লেক্সে!

ঢাকা: জীবন ও জীবিকার তাগিদে দেশের অনেক মানুষই আজ রাজধানী কেন্দ্রিক ঢাকায় বসবাস করেন। এদের মধ্যে যারা বিত্তশালী, তাদের জন্য এখানে গড়ে উঠেছে বহু বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যা মধ্যবিত্তের নাগালের বাইরে।



এদিকে, মধ্যবিত্তদের জন্য রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলা।

মেলার তৃতীয় দিন শুক্রবার সপ্তাহিক ছুটির দিন হওয়ায় এখানে অনেকেই এসেছেন এই রিহ্যাব মেলায়। নগরীর মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং থেকে আবাসন মেলায় এসেছেন বেসরকারি ব্যবসায়ী মিজানুর রহমান শিপু।

শিপু বলেন, ইচ্ছা আছে একটু কম মূল্যে স্বল্প পরিসরের একটা ফ্ল্যাট কেনার। আসলে ফ্ল্যাট কেনাটাও আমাদের সাধ্যের বাইরে। তারপরও আমরা কিনতে চাই। সে কারণে এই আবাসন মেলায় এসেছি।

অপরদিকে, অপেক্ষাকৃত বিত্তশালীদের রূপায়ণ-এর ডুপ্লেক্স ফ্ল্যাটের খোঁজখবর নিতে দেখা গেল। রূপায়ণ টাউনের দ্বিতীয় ফেজের ফ্ল্যাট নারায়ণগঞ্জের ভূঁইফোড়ে অবস্থিত। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এগুলো তৈরি করেছে। ভবনের ধরন ৬ তলা ও ডুপ্লেক্স।

এসব ভবনে ফ্ল্যাটের আকার ১৩৫৫, ১৩৯৫, ১৫০০, ১৬৬৫ বর্গফুট। সিঙ্গেল ইউনিট হাউজের আয়তন ২৫০০ ফুট। মেলাতে প্রতি বর্গফুটের দাম ধরা হচ্ছে ৬ হাজার ৯০০ টাকা করে।

মেলার স্টল থেকে জানা গেল, রূপায়ণ টাউনের নানা ধরনের সুবিধাগুলি সম্পর্কে। এখানে রয়েছে আধুনিক স্থাপত্যশৈলী সমুদ্ধ মজজিদ, আন্তর্জাতিকমানের স্কুল, শপিংমল ও স্কুল, ডিপ-টিউবওয়েল সম্বলিত নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা ও আধুনিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।

এছাড়া, হেলথ ক্লাব, খেলার মাঠ, ২৪ ঘণ্টা জরুরি সেবা ক্লিনিক, আধুনিক কমিউনিটি সেন্টার, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্ট্যান্ডবাই জেনারেটর, অ্যাপার্টমেন্ট বাসিন্দাদের জন্য গাড়িপার্কিং সুবিধা, ডিশ-এন্টেনার জন্য ক্যাবল লাইন ও বৈদ্যুতিক সাব-স্টেশনের সুবিধা রয়েছে।

জানা গেল, ডুপ্লেক্স ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরের মোট আকার ৫৭৩০ বর্গফুট। এর মধ্যে বাসযোগ্য এরিয়া ১৬৪৫ বর্গফুট, সুইমিং পুল ১১৫০ বর্গফুট এবং পার্কিং এরিয়া ৭১৩ বর্গফুট।

ডুপ্লেক্সের প্রথম ফ্লোরের মোট আকার ৫৭৩০ বর্গফুট। এর মধ্যে বাসযোগ্য এরিয়া ১৪৮৫ বর্গফুট, রুফ গার্ডেন ৫৬৬ বর্গফুট এবং ডুপ্লেক্সের সৌন্দর্য বৃদ্ধির জন্য অন্যান্য ১৭১ বর্গফুট।

স্টল থেকে আরো জানা যায়, এই সব ডুপ্লেক্স ফ্ল্যাটে অত্যাধুনিক দরজা, জানালা ও বাথরুম ছাড়াও প্রধান দরজার ফ্রেম টিক চাম্বল উড এবং দরজা হবে সেগুন কাঠের। এর সঙ্গে থাকবে সিকিউরিটি লক, দরজার চেইন এবং চেক ভিউয়ার, কলিং বেল সুইচ।

স্লাইডিং জানালার ভবনের নকশা অনুযায়ী, ৫ মিলিমিটার পুরো স্লাইডিং জানালা কালার গ্লাসসহ চার ইঞ্চি থাই অ্যালুমিনিয়ামের সজ্জা।

এ সব ফ্ল্যাটের বাথরুম হবে ১৬ ইঞ্চি বাই ১৬ ইঞ্চি সাইজের মানসম্মত হোমোজেনিয়াস টাইলসের। বাথরুমে ৭ ফুট উচ্চতা পর্যন্ত সিরামিকস টাইলস দেওয়া হবে। মাস্টার বাথরুমের দেওয়ালের ভেতরে কনসিলভাবে থাকবে গরম ও ঠাণ্ডা পানির সংযোগ পাইপ।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) মোহাম্মদ রাইহান গফুর বাংলানিউজকে বলেন, মেলায় ক্রেতাদের মধ্যে রূপায়ণের ডুপ্লেক্স ফ্ল্যাটের প্রতি আগ্রহ বেশি।

তিনি বলেন, রূপায়ণ টাউন ঢাকার উপকণ্ঠে। নারায়ণগঞ্জের ভূঁইফোড় এলাকায় এই প্রকল্পের অবস্থান। ঢাকা-মতিঝিল থেকে মাত্র ১০ মিনিটের পথ।

এবার রিহ্যাব মেলায় অংশ নিয়েছে- ১৪৬টি কোম্পানি; যেখানে রয়েছে, ১৫০টি স্টল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের পাশাপাশি উপখাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্টলও আছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।

মেলায় একবার প্রবেশের জন্য ৫০ টাকা ও একাধিকবার প্রবেশের জন্য ১০০ টাকা মূল্যের টিকিট কাটতে হবে দর্শনার্থীদের।

বুধবার শুরু হওয়া মেলা শেষ হবে রোববার।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।