ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাইক্রোলজিক ব্র্যান্ডের যাত্রা শুরু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
মাইক্রোলজিক ব্র্যান্ডের যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশীয় তরুণ উদ্ভাবক ও প্রযুক্তিবিদদের নিয়ে যাত্রা শুরু হলো ‘মাইক্রোলজিক’ ব্র্যান্ডের। এস এ ইমপেক্স ইন্টারন্যাশনাল’র অন্যতম ব্র্যান্ড মাইক্রোলজিক এদেশের ক্রেতাদের রুচি ও ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে টেলিভিশন, সাউন্ড সিস্টেম প্রোডাক্ট, ডিভিডি প্লেয়ারসহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য বিক্রি ও বাজারজাত শুরু করেছে।



গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর’২০১৪) রাজধানীর স্থানীয় একটি হোটেলে মাইক্রোলজিক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র (রিহ্যাব) সাবেক সভাপতি প্রকৌশলী তানভীরুল হক প্রবাল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ-গ্রীস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি এসিআই সল্ট’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক আলম ও শার্প সিকিউরিটিজ’র ব্যবস্থাপনা পরিচালক মেজর সৈয়দ গোলাম ওয়াদুদ (অব:)।

এসময় অন্যান্যের মধ্যে এস এ ইমপেক্স ইন্টারন্যাশনাল’র ম্যানেজিং পার্টনার শফিকুল ইসলাম ও জিএম আলমগীর হোসাইন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।