ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থল দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
গার্মেন্টস শ্রমিকদের নিরাপদ কর্মস্থল দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্রমিকদের নিরাপদ কর্মস্থল তৈরির জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শনিবার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সারাকা দিবস উপলক্ষে এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি।



নেতারা বলেন, শ্রমিকদের কাজের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে। এ বিয়য়ে কোনো তালাবাহানা সহ্য করা হবে না। শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি।

বায়ার মালিক ও শ্রমিক সংগঠনসমূহের প্রতি আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা আরো বলেন, সব বাধা-বিপত্তি ও অপোষের ঊর্ধ্বে থেকে গামেন্টস সেক্টরকে নিরাপদ কর্মস্থলে পরিণত করার লক্ষ্যে সরকারের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান (এনএপি), অ্যাকর্ডসহ সব উদ্যোগ এগিয়ে নিতে হবে।

মানববন্ধনে বক্তরা বলেন, যারা ন্যাশনাল অ্যাকশান প্ল্যান অ্যাকোর্ডসহ নিরাপত্তামূলক কাজের বিরোধীতা করবে তারা ভবিষ্যতে গার্মেন্টস শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ী হবেন।

১৯৯০ সালে ২৭ ডিসেম্বর রাজধানীর মিরপুরে সারাকা গার্মেন্টসে প্রথম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৭ শ্রমিকের মৃত্যু হয়। সেই থেকে শ্রমিক সংগঠনগুলো এই দিনটিকে ‘সারাকা দিবস’ হিসেবে পালন করে আসছে।

আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কাফিল উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কাজী মোহম্মাদ আলী, গার্মেন্টস সংহতি ফেডারেশনের সাধারণ সম্পাদক স্মৃতি আকতার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।