ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভালো কাজে সাহায্যের আহ্বান প্রাইম ব্যাংক চেয়ারম্যানের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪
ভালো কাজে সাহায্যের আহ্বান প্রাইম ব্যাংক চেয়ারম্যানের ছবি : জাহিদুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যে কোনো ভালো কাজে সাহায্য করা ও সর্বদা ভালো কথা বলতে কোনো সমস্যা নেই বলে মত দিয়েছেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর খিলগাঁওয়ে পল্লীমা সংসদের ৪৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



প্রধান অতিথির বক্তব্যে আজম জে চৌধুরী বলেন, বাংলাদেশের সার্বিক উন্নতির জন্য জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ থাকা প্রয়োজন। মধ্যবিত্ত শ্রেণী সমাজের প্রাণ। এর মাধ্যমে সমাজের উন্নয়নের কর্মকাণ্ড সর্বত্র ছড়িয়ে পড়তে হবে। পল্লীমা সংসদের অসমাপ্ত কনফারেন্স হল আমি সম্পন্ন করে দেবো।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকেও সব ধরনের সহায়তা করা হবে পল্লীমাকে। ভালো কাজে অংশগ্রহণ করতে কোনো অসুবিধা নেই বলে জানান তিনি।

পল্লীমা সংসদ ৪৭ বছরেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ায়ও সাধুবাদ জানান তিনি।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মু. হাফিজুর রহমান ময়না।

তিনি বলেন, পল্লীমা সংসদ সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করার চেষ্টা করছে। দেশের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে। আজম জে চৌধুরী আমাদের কনফারেন্স হলটির কাজ সম্পন্ন করে দিবেন বলেছেন। এর ফলে শুধু পল্লীমা সংসদই নয় এই এলাকার সবাই কনফারেন্স হল থেকে সুবিধা পাবেন।

পল্লীমা সংসদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।