ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বদেশ প্রপার্টিসে কাঠা প্রতি ৫ লাখ টাকা ছাড়

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪
স্বদেশ প্রপার্টিসে কাঠা প্রতি ৫ লাখ টাকা ছাড় ছবি: জনি/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নগরীর আমেরিকান অ্যাম্বাসির মাদানি এ্যাভিনিউ সড়ক সংলগ্নে সানভ্যালী বারিধারা আবাসন প্রকল্প। এটি স্বদেশ প্রপার্টিস লিমিটেডের একটি চলমান প্রকল্প।



৫ লাখ টাকা ছাড় দিয়ে মাত্র ১৫ লাখ টাকায় প্রতি কাঠা জমি কেনার সুযোগ করে দিচ্ছে কোম্পানিটি। তাও আবার ১৬ হাজার ৬৬৭ টাকা মাসিক কিস্তিতে। মেলা উপলক্ষে মধ্যবিত্ত পরিবারের  জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানায় কোম্পানিটি।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইসিসি) ৫ দিনব্যাপী রিহ্যাবের শীতকালীন আবাসন মেলার শেষ দিনে স্বদেশ প্রপার্টিসের স্টল থেকে এই তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি জানায়, যৌথ বিনিয়োগের মাধ্যমে খুব সহজে ফ্ল্যাটের মালিক হওয়া যাবে এই প্রকল্পে। ৩জন যৌথ উদ্যোগে ৪৫ লাখ টাকা খরচা করে ৩ কাঠা জমি কিনলেই প্রতিজন একটি করে ফ্ল্যাটের মালিক বনে যাবেন। মেলায় প্রতি কাঠা জমির দাম ১৫ লাখ টাকা ধরা হচ্ছে তবে জমির রেগুলার মূল্য ২০ লাখ টাকা।

কোম্পানিটির মতে, ৩ কাঠা জমিতে নিজে এপার্টমেন্ট না তৈরি করে যদি কোনো ডেভলপার কোম্পানিকে দেওয়া যায়, অন্তত একটি ফ্ল্যাটের মালিক হওয়া যাবে সহজেই। প্রকল্পের কাজ ৫০ শতাংশ শেষ হয়েছে। এছাড়া, পাঁচ বছরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ হবে।

প্রকল্পটি বারিধারা অাবাসিক এলাকা এলাকা আমেরিকান অ্যাম্বাসি থেকে মাত্র এক কিলোমিটার দূরের পথ ও বারিধারা ‘জে’ ব্লকের বিপরীতে  অবস্থিত। দক্ষিণে ১১০ মাজিনা রোড যা সিলেট রোড পযর্ন্ত বিস্তৃত। এছাড়া প্রকল্পের সন্নিকটে ডিপ্লোমেটিক জোন বনানী, গুলশান, আমেরিকান, বৃটিশ, অস্ট্রেলিয়া, কানাডা ও অন্যান্য গুরুত্বপূর্ণ দূতাবাস অবস্থিত।

মেলায় স্টল থেকে জানা গেছে, সানভ্যালী বারিধারা আবাসন প্রকল্পে নানা সুবিধাসমূহ থাকবে। এখানে তৈরি করা হবে আধুনিক স্থাপত্যশৈলী সমুদ্ধ মজজিদ, আন্তর্জাতিক মানের স্কুল, কলেজ, শপিং মল ও ডিপার্টমেন্টাল স্কুল, ডিপ-টিউবওয়েল সম্বলিত নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা ও আধুনিক ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিক।

এছাড়া, হেলথ ক্লাব, খেলার মাঠ, ২৪ ঘণ্টা জরুরি সেবা ক্লিনিক, আধুনিক কমিউনিটি সেন্টার, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, স্ট্যান্ড বাই জেনারেটর, এপার্টমেন্ট বাসিন্দাদের জন্য গাড়ি পার্কিং সুবিধা, সুইমিং পুল, ডিশ-এন্টেনাসহ নানা আধুনিক সুবিধা।

প্রকল্পটিতে আরো থাকবে ১০০, ৬০, ৪০, ৩০ ও ২৫ ফুট প্রশস্ত সড়ক। শিশুদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধাসহ শিশু পার্ক এবং মনোরম লেক। কেন্দ্রীয়ভাবে বহুতল শপিং সেন্টার ও মার্কেট ছাড়াও বন্যামুক্ত স্তর পযর্ন্ত বাড়ি তৈরি করা হবে। প্রকল্পে বর্তমানে অনুমোদন প্রাপ্ত অংশে রেজিস্ট্রেশন হস্তান্তর এবং বাকী অংশে উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে বলে জানায় স্বদেশ প্রপার্টিস।

কোম্পানিটির সিনিয়র এক্সিকিউটিভ(সেলস অ্যান্ড মার্কেটিং) নাসরিন আক্তার বাংলানিউজকে বলেন, মেলায় বুকিং দিলে প্রতি কাঠা জমির দাম ১৫ লাখ টাকা। তবে জমির রেগুলার মূল্য ২০ লাখ টাকা। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।