ঢাকা: শীর্তাত মানুষের মাঝে বিতরণের জন্য অনুদান হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৭৩ হাজার কম্বল দিয়েছে নয়টি ব্যাংক ও এক ব্যক্তি।
রোববার (২৮ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ অনুদান পৌঁছে দেওয়া হয়।
৯টি ব্যাংকের পক্ষ থেকে ৬৩ হাজার কম্বল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স এর চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
পরে প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
ব্যাংকগুলো হল- এক্সিম ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক ও উত্তরা ব্যাংক।
এছাড়া প্রধানমন্ত্রীর কাছে আরো ১০ হাজার কম্বল হস্তান্তর করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৪