ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কেওয়াইসি পূরণ করতে হবে, একাউন্ট বন্ধ করা যাবেনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
কেওয়াইসি পূরণ করতে হবে, একাউন্ট বন্ধ করা যাবেনা

ঢাকা: ২০১২ সালের ৩০ এপ্রিলের আগে খোলা ব্যাংক হিসাব সমুহের কেওয়াইসি (গ্রাহকের ব্যক্তিগত তথ্য) সম্পন্ন করতে ব্যাংকগুলোকে আবারও তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইভাবে কেওয়াইসি সম্পন্ন করার পরিবর্তে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব বন্ধ করা যাবেনা বলেও নির্দেশ দেওয়া হয়েছে।



সোমবার বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ২০১০সালের ৩১মার্চের মধ্যে গ্রাহকের সঙ্গে যথাযথ ভাবে যোগাযোগ করে কেওয়াইসি ফরম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এ সময়ের মধ্যে তথ্য না দেওয়া গ্রাহকের হিসাবকে সুপ্ত হিসেবে চিহ্নিত করতে হবে। সুপ্ত হিসাবে গ্রাহক অর্থ জমা রাখতে পারবেন, উত্তোলন করতে পারবেন না। তবে কেওয়াসি ফরম পূরণের পর হিসাব থেকে টাকা উত্তোলন করা যাবে।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন ব্যাংক ২০১২ সালের ৩০ এপ্রিলের আগে খোলা হিসাব সমুহের কেওয়াইসি সম্পন্ন না করা ব্যাংক হিসাবকে সুপ্ত চিহ্নিত করার পরিবর্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন।

ব্যাংকিং রীতিনীতির বাইরে কোন হিসাব বন্ধ না করতে দেশে কার্যরত সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।