ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রিমিয়ার ব্যাংক চেয়ারম্যান ইকবালের দুর্নীতি অনুসন্ধানে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
প্রিমিয়ার ব্যাংক চেয়ারম্যান ইকবালের দুর্নীতি অনুসন্ধানে  দুদক

ঢাকা: বিভিন্ন দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

দুদকের উপপরিচালক মো. হামিদুল হাসানকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রতিবেদন পেশের নির্দেশ দিয়েছে কমিশন।



সোমবার কমিশন সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে।

জানাগেছে, সম্প্রতি দুদকের প্রধান কার্যালয়ে  তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।

দুদকে আসা অভিযোগে দেখা যায়,  ডা. এইচ এম ইকবালের বিরুদ্ধে  পুঁজি বাজার কেলেঙ্কারি, নিজস্ব বিল্ডিং ভাড়া দিয়ে বেশী অর্থ আদায়, ব্লিডিং নির্মাণের জন্য ঋণ উত্তোলন পূর্বক অর্থ আত্মসাত, প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ দুর্নীতি, ভূয়া কোম্পানি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ উত্তোলন পূর্বক অর্থ আত্মসাতসহ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

সূত্র আরো জানায়, তার বিরুদ্ধে রাজধানী উ্ন্নয়ন কর্তৃপক্ষের(রাজউক) অনুমোদনবিহীন বাড়ি নির্মাণেরও অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে ইকবালের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিশষ আদালতের রায়ে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল্। পরবর্তীতে উচ্চ আদালতে তা বাতিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।