ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিসেম্বর শেষে বাংলাদেশ হবে শ্রেষ্ঠ স্থিতিশীল অর্থনৈতিক দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
ডিসেম্বর শেষে বাংলাদেশ হবে শ্রেষ্ঠ স্থিতিশীল অর্থনৈতিক দেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান

ঢাকা: ডিসেম্বর মাস শেষে বাংলাদেশ এশিয়া অঞ্চলের শ্রেষ্ঠ স্থিতিশীল অর্থনৈতিক দেশ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
 
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মতিঝিল বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় ভবন ও ১১তল‍া আবাসিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।


 
গভর্নর বলেন, সরকারের সঙ্গে বাংলাদেশ ব্যাংক দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে। আশা করি ডিসেম্বর মাস শেষে বাংলাদেশ হবে এশিয়া অঞ্চলের শ্রেষ্ঠ স্থিতিশীল অর্থনৈতিক দেশ।
 
বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয় সম্পর্কে গভর্নর বলেন, এই স্কুলের সুনাম ছড়িয়ে দিতে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন বাংলাদেশ ব্যাংক থেকে দেওয়া হবে।

এ সময় তিনি স্কুলটির কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, স্কুলের সুনাম ছড়িয়ে পড়ার জন্য যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন তা চাইতে আপনারা দ্বিধাবোধ করবেন না।
 
ভবন নয়, শিক্ষাই মূল উল্লেখ করে তিনি বলেন, আমি ছোটবেলায় যে স্কুলে পড়েছি সেই স্কুলের ভবনে বেড়া ছিলো না। সেই স্কুল থেকেই আমি আতিউর উঠে এসেছি। মনে রাখতে হবে ভবন কোনো বিষয় নয়, বিষয় হলো শিক্ষা। শিক্ষা গ্রহণের মাধ্যমেই একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে।
 
তিনি আরও বলেন, গভর্নরের দায়িত্ব নেওয়ার পর আমি একটি সেকেন্ডও নষ্ট করি নি। দয়িত্ব নিয়ে ব্যাংকিং খাতকে মানবিক করার চেষ্টা করেছি। ব্যাংক খাতকে মেয়েদের কাজের উপযোগী করেছি। মেয়েদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। আমরা চাই ব্যাংকিং খাত মানবিক খাত হোক।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।