ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৭৯তম শাখা ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাজারে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(৩০ ডিসেম্বর’২০১৪) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর বিন হামিদ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইসলামপুর শাখার ম্যানেজার এস এম সানাউল্লাহ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন রাজেন্দ্রপুর বাজার শাখার ম্যানেজার শেখ মোহাম্মদ আশরাফ।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর বাজারে ন্যাশনাল ব্যাংকের এই শাখা খুলতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। এলাকার জনগণকে ন্যাশনাল ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহবান জানাই এবং বিশেষ করে বৈদেশিক রেমিট্যান্সের ক্ষেত্রে সুবিধা গ্রহণের পরামর্শ দেই।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪